ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি শুরু হলো প্রিমিয়াম হোল্ডিং পিঠা উৎসব ও আবাসন মেলা কদমতলীতে নোঙর প্রকল্পে সন্ত্রাসী হুমকি: নিরাপত্তাহীনতায় পরিবার শ্মশানের নামের দ্বদ্বে, মরদেহ সৎকারে বাধার অভিযোগ রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচন : ভোট গ্রহণ চলছে মানিকনগর থানা পুলিশের নাকের ডগায় চলছে রমরমা মাদক ব্যবসা

সাংবাদিক তুহিনের পরিবারের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিচার নিশ্চিতে আশ্বাস

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৫,  6:10 PM

news image



মোহাম্মদ আলী আবির: গাজীপুরে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ফরিদা বেগম ও ছোট সন্তান ফাহিমের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তিনি নিহতের পরিবারের সঙ্গে সময় কাটান, তাঁদের সান্ত্বনা দেন এবং হত্যার সর্বোচ্চ বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।


বাবাকে হারানো শিশু ফাহিমকে কোলে তুলে আদর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী


গাজীপুরে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ফরিদা বেগম ও সন্তানদের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তিনি নিহতের পরিবারের সঙ্গে সময় কাটান, তাঁদের সান্ত্বনা দেন এবং হত্যার সর্বোচ্চ বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।


এসময় উপদেষ্টা নিহত সাংবাদিক তুহিনের ছোট ছেলে ফাহিম কে কোলে তুলে আদর করেন এবং পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান  “তুহিন হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা চাই না এমন ঘটনার পুনরাবৃত্তি হোক। সরকার এই মামলায় দ্রুত বিচার নিশ্চিত করবে।”


সাক্ষাতের সময় নিহত সাংবাদিক তুহিনের কর্মস্থল দৈনিক প্রতিদিনের কাগজ-এর  সম্পাদক খায়রুল আলম রফিক ও বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আলী আবিরও উপস্থিত ছিলেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে দ্রুত বিচার দাবি জানালে উপদেষ্টা আশ্বাস দেন যে, এ মামলায় কোনো ধরনের গাফিলতি হবে না।


সাংবাদিক তুহিনের পরিবার জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস তাঁদের কিছুটা হলেও সাহস জুগিয়েছে। তবে তাঁরা দ্রুত বিচার এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।


উল্লেখ্য, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ইতোমধ্যেই ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জিএমপির বাসন থানার এসআই দুলাল চন্দ্র দাস এ চার্জশিট জমা দেন। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান।


চার্জশিটভুক্ত আসামিরা হলেন—মিজানুর রহমান ওরফে কেটু মিজান, তাঁর স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী, মো. আল আমীন, স্বাধীন ওরফে সেলিম, মো. শাহজালাল ওরফে জালাল, মো. ফয়সাল হাসান, সুমন ওরফে সাব্বির এবং রফিকুল ইসলাম ওরফে আরমান।


গত ৭ আগস্ট রাতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তুহিনের নির্মম হত্যাকাণ্ডে সাংবাদিক মহলসহ সাধারণ মানুষ ক্ষোভ ও শোক প্রকাশ করে।


দেশজুড়ে আলোচিত এ হত্যাকাণ্ডে দ্রুত চার্জশিট জমা দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। তবে বিচারকাজ দ্রুত শেষ না হওয়া পর্যন্ত নিহতের পরিবার ও সহকর্মীরা শান্তি পাবেন না বলে জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম