ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি শুরু হলো প্রিমিয়াম হোল্ডিং পিঠা উৎসব ও আবাসন মেলা কদমতলীতে নোঙর প্রকল্পে সন্ত্রাসী হুমকি: নিরাপত্তাহীনতায় পরিবার শ্মশানের নামের দ্বদ্বে, মরদেহ সৎকারে বাধার অভিযোগ রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচন : ভোট গ্রহণ চলছে মানিকনগর থানা পুলিশের নাকের ডগায় চলছে রমরমা মাদক ব্যবসা

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান এর পূজা মণ্ডপ পরিদর্শন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৫,  8:14 PM

news image



শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী সদর, দুমকি ও বাউফল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আনিসুর রহমান আনিস।

১ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ও ২ অক্টোবর সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে তিনি মণ্ডপগুলোতে গিয়ে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান বলেন,

“হিন্দু-মুসলিম মিলেই এই দেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার ও আলবদররা আগামী নির্বাচন নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। স্বাধীনতার শকুনদের পাখনা কেটে দিতে হবে।”

তিনি আরও বলেন “শারদীয় দুর্গাপূজা আমাদের দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম যার, বাংলাদেশ সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে উৎসব পালন করি। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হচ্ছে জেনে আমি আনন্দিত। প্রতিদিন বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।”

পরিদর্শনকালে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি লায়ন মহিউদ্দিন ও মাহফুজুর রহমান সবুজ, কেন্দ্রীয় নেত্রী মীরা খান, পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান, সদস্যসচিব গোলাম কিবরিয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক বদিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক রিয়াজ কাঞ্চন শহীদ, জেলা যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি দুমকি কেন্দ্রীয় সার্বজনীন পূজামণ্ডপ, বাউফল কেন্দ্রীয় পূজা মণ্ডপ, বগা সার্বজনীন পূজা মণ্ডপ, মদনপুরা, আয়লা কুম্বখালী, লোহালিয়া ও প্রত্যাপপুরসহ জেলায় প্রায় ২০টি মন্দির পরিদর্শন করেন।


এছাড়া দুমকি ও বাউফল উপজেলার সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু-মুসলিম এলাকাবাসী, উপজেলা ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারাও মণ্ডপ পরিদর্শনে অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম