ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি শুরু হলো প্রিমিয়াম হোল্ডিং পিঠা উৎসব ও আবাসন মেলা কদমতলীতে নোঙর প্রকল্পে সন্ত্রাসী হুমকি: নিরাপত্তাহীনতায় পরিবার শ্মশানের নামের দ্বদ্বে, মরদেহ সৎকারে বাধার অভিযোগ রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচন : ভোট গ্রহণ চলছে মানিকনগর থানা পুলিশের নাকের ডগায় চলছে রমরমা মাদক ব্যবসা

অধ্যাদেশের দাবিতে ১০ মিনিট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৫,  1:04 PM

news image

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বুধবার (৬ আগস্ট) সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে ১০ মিনিটের জন্য অবরোধ করা হয় রাজধানী সায়েন্সল্যাবরেটরি মোড়। এতে কিছু সময়ের জন্য বন্ধ ছিল মিরপুর সড়কে যান চলাচল।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে মিরপুর সড়কে ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ করে রাখেন তারা। একই কর্মসূচি থেকে আজ নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে।

এর আগে ঢাকা কলেজের মূল ফটকে সকাল ১০টার পর জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। জানা গেছে, শুরুতে উপস্থিতি ছিল ১৮০ থেকে ২০০ শিক্ষার্থীর। পরে তাদের নিয়ে বেলা ১১টার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে। এসময় শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগানে দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছেন। ‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম